• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অব্যাহত নির্বাচনী সহিংসতা

আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা

সংগৃহীত ছবি

নির্বাচন

অব্যাহত নির্বাচনী সহিংসতা

# বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে হামলা # খুলনায় বিএনপি নেতার বাড়িতে আগুন, ৮ বাড়িতে হামলা # গৌরনদীতে যুবদল নেতাকে হাতুড়িপেটা # সোনাগাজীতে দলীয় কোন্দলে ফের হামলার শিকার বিএনপি প্রার্থী আকবর # সাতক্ষীরায় নৌকার পোস্টার ছিড়েছে জামায়াত-বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। খুলনা মহানগরীর খান জাহান আলী থানা বিএনপির সভাপতি ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়সেদ আলীর বাসভবনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। এ ছাড়া ৮ বাড়িতে হামলা হয়েছে। বরিশালের গৌরনদীতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাওলাদারকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জের লোহজংয়ে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ার শিবগঞ্জে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর গাড়ি বহরে ককটেল হামলা চালানো হয়েছে। মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন আওয়ামী লীগের র্নিবাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাবনার বেড়ায় কৈটোলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পিরোজপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ডা. তপন বসুর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে জালালপুর ইউনিয়নের চ্যাংটার চর এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর একটি প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দলীয় কোন্দলের জেরে সোনাগাজীতে নির্বাচনী গণসংযোগের সময় ফের হামলার শিকার হন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আকবর হোসেন। এ ছাড়া সাতক্ষীরায় নৌকার পোস্টার জামায়াত ও বিএনপি ছিঁড়েছে বলে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ী রোডে এ ঘটনা ঘটে। বিএনপির নেতারা এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা জানায়, গতকাল সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। গণসংযোগে বিএনপির সব নেতাকর্মীর হাতে বাঁশের লাঠি ও তাতে প্লাস্টিকের ধানের শীষ লাগানো ছিল। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপাপাড়ায় পৌঁছান। এলাকার ১৫ থেকে ২০ জন যুবক সেখানে গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে থাকেন। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আফরোজা আব্বাসের গণসংযোগে থাকা নেতাকর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। স্থানীয় আওয়ামী লীগের শতাধিক কর্মী আফরোজা আব্বাসের সঙ্গে থাকা নেতাকর্মীদের পেছনে পেছনে যেতে শুরু করে। তাদের মিছিলের আগে পুলিশ ছিল। একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুজন নেতা ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের পর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা খিলগাঁও চৌরাস্তার পাশে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উল্টোপাশের সড়কে অবস্থান নেয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খুলনা : মহানগরীর খান জাহান আলী থানা বিএনপির সভাপতি ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়সেদ আলীর বাসভবনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। এই ঘটনায় খুলনা-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ রাকিবুল ইসলাম বকুলসহ দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার গভীর রাতে বিএনপি নেতা মীর কায়সেদ আলীর জাব্দিপুরস্থ নিজ বাসভবনের স্টোর রুমে বাড়ির পেছনের দিকের জানালা ভেঙে কতিপয় দুষ্কৃতকারী পেট্রোল অথবা কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে একই রাতে ৭নং ওয়ার্ডের তিতের পুকুর পাড় এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিক, সাংগঠনিক সম্পাদক খায়ের, যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা বাবুল, সবুর মোল্লা ও রানার বাড়িতে হামলার কথা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামলার শিকার রফিক ও শফিক নামের বিএনপির দুই নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সভপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস।

গৌরনদী (বরিশাল) : পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাওলাদারকে (৪৭) গত সোমবার রাতে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবদল নেতা মাসুদ হাওলাদার অভিযোগ করেন, গত সোমবার রাতে নিজ বাড়ি দক্ষিণ রামসিদ্দি থেকে এশার নামাজ পড়ার জন্য লাখেরাজ কসবা হযরত মল্লিক দূতকুমার শাহ মাজার সংলগ্ন মসজিদে নামাজ পড়তে আসে। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নামধারী যুবলীগ ক্যাডাররা তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

লৌহজং (মুন্সীগঞ্জ) : আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার গাঁওদিয়া পালগাঁও গ্রামে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়ে ফেলে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ ব্যাপারে লৌহজং থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে মামলা করা হয়েছে। লৌহজং থানার ওসি (তদন্ত) মো. রাজিব খান জানান, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করেছি। তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জাতীয় পার্টির দুই কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ বিএনপির আহ্বায়ক মীর শাহে আলমসহ ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে মামলা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলার সদর থেকে ১২ কিলোমিটার দূরে আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বন্দরে এই হামলার ঘটনা ঘটে। মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ওই হামলার পেছনে স্থানীয় বিএনপি তথা ঐক্যফ্রন্টকে দায়ী করেছেন।

কালকিনি (মাদারীপুর) : ইউনিয়ন আওয়ামী লীগের র্নিবাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  আগুনে পাশের আরেকটি ওষুধের দোকানও পুড়ে গেছে। সোমবার রাতে কালকিনি উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মো. হারুন-অর-রশিদ মোল্লার দোকানে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। রাতে ওই দোকানে লোক না থাকার সুযোগে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো দোকান পুড়ে যায়। উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারি বলেন, নির্বাচনী মাঠে আমাদের প্রশাসনিক চাপে রাখার জন্য তারা নিজেরা এই আগুন লাগিয়েছে।

বেড়া (পাবনা) : উপজেলার কৈটোলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৩টার দিকে উপজেলার কৈটোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাচারি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বাজারে ইউনিয়ন পরিষদ নির্মাণকাজের নৈশপ্রহরী মাহাতাব প্রা. (৪০) টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে।

পিরোজপুর : জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ডা. তপন বসুর ওপর সোমবার রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। পিরোজপুর পৌর শহরের পোস্ট অফিস রোডস্থ ল’ ইয়ার্স প্লাজায় অবস্থিত তার নিজস্ব ডাক্তারি চেম্বারে রোগী দেখা অবস্থায় হামলাকারীরা ঢুকে তার মুখ মণ্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে পালিয়ে যায়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের চ্যাংটার চর এলাকায় এক বিএনপি নেতাকর্মীর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হয়েছে। জালাল ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, মঙ্গলবার ভোরে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের চাচাতো ভাই সালামের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট দুলালের বাড়িতে হামলা চালায়।

জামালপুর : জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর একটি প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত সোমবার রাতে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিখোলা প্রচার কেন্দ্রে এ ঘটনা ঘটে। শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু অভিযোগ করে জানান, এ ইউনিয়নের মাটিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নৌকা প্রতীকের একটি নির্বাচনী প্রচার কেন্দ্র রয়েছে। গভীর রাতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের মাটিখোলা প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ এবং নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলে।

সোনাগাজী (ফেনী) : দলীয় কোন্দলের জেরে সোনাগাজীতে নির্বাচনী গণসংযোগের সময় ফের হামলার শিকার হন ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আকবর হোসেন। গত  সোমবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ৩টি হায়েচ মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। প্রার্থী আকবর হোসেনসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাতক্ষীরা : নৌকার পোস্টার ছিঁড়েছে জামায়াত ও বিএনপি। তবে আমরা আইন হাতে তুলে নিতে রাজি নই। আমরা কারো পোস্টার ছিঁড়ছি না। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে ১৪ দল নেতারা। তারা বলেন, বিরোধী দল গুজব ছড়াচ্ছে। তারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে তারা বলেন, বিরোধীরা ভোটকেন্দ্র দখল করার হুমকিও দিয়েছে। আর আমরা ভোটকেন্দ্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। সদস্য সচিব ও জেলা জাসদ সহসভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য  মুনসুর আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads