• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নাগেশ্বরীতে নৌকার জনসভায় মানুষের ঢল

কুড়িগ্রাম-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগরের নির্বাচনী জনসভায় প্রর্থীর পক্ষে ভোট চাচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি জেওয়ানুল হক ছেওধুরী শোভন। পাশে উপস্থিত জনতার একাংশ

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

নাগেশ্বরীতে নৌকার জনসভায় মানুষের ঢল

নৌকার পক্ষে ভোট চাইলেন ছাত্রলীগ সভাপতি

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগরের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে নাগেশ্বরীতে। প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এদিন তার সম্মানে ছাত্রলীগে যোগ দেন ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতা কর্মী।

গতকাল উপজেলা আওয়ামী লীগের আহ্বানে দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে এ জনসভা শুরু হয়। এতে প্রার্থীর পক্ষে ভোট চান ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি তার বক্তব্যে বলেন অবহেলিত অঞ্চল কুড়িগ্রাম। এর দুইটি উপজেলা ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী নিয়ে গঠিত সংসদীয় আসন কুড়িগ্রাম-১ আসন। উপরে কথা বলার লোক না থাকায় এতদিন এ অঞ্চলের আশাতীত উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ছাত্রলীগ সভাপতি মনোনীত করে সে সুযোগ করে দিয়েছেন। আপনারা এ আসনের নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগরকে ভোট দিয়ে নির্বাচিত করুন, কথা দিচ্ছি উন্নয়ন হবে। এ সময় তার সম্মানে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ ও সম্পাদক মায়েনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতা কর্মী ছাত্রলীগে যোগ দেন।

এর আগে প্রায় দুই হাজার মোটর সাইকেল, শতাধিক মাইক্রোবাসের বিশাল বহর নিয়ে নাগেশ্বরী ছাত্রলীগ নেতা কর্মীরা তাদের প্রিয় নেতা শোভনকে কুড়িগ্রাম থেকে বরণ করে নিয়ে আসে। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত এলাকায় ফিরে মানুষের ভালোভাসায় সিক্ত হলেন তিনি।

এ জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, যুগ্ম সম্পাদক এ্যাড. আব্রাহম লিংকন, যুগ্ম সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রার্থী আছলাম হোসেন সওদাগর, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সম্পদক জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, লিটন চৌধুরী, সদস্য আব্দুল হাকিম, এস.এম রওশন আলম, ব্লুমীং নীটওয়ার লিমিটেডের পরিচালক মাজহারুল ইসলাম মাজু, জেলা মহিলালীগ নেত্রী মনিরা খাতুন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন প্রমুখ। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। মহুর্তেই জনসমুদ্রে পরিনত হয় দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads