• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্বাচন বর্জন

ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

কুমিল্লা-১১ আসন

ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্বাচন বর্জন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন। রোববার সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও ২ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় সাবেক এমপি ডাঃ তাহের বলেন, আপনারা জানেন আজ রোববার সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু আমরা অত্যন্ত বেদনার সাথে কার্যক্রম প্রত্যক্ষ করেছি-গতকাল শনিবার সন্ধা ৭টা থেকে ভোট কাটার মহোৎসব শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি-বিভিন্ন কেন্দ্রে ৬০-৯০ ভাগ কেটে নৌকা মার্কার সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই অন্যায় কার্যক্রমে আ.লীগকে সহযোগিতা করেছে প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য। যদিও তাদের নৈতিক ও মৌলিক শপথের দায়িত্ব ছিল-এ সকল অন্যায় কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। এটি ইতোমধ্যে একটি প্রহসনের নির্বাচনের পরিণত হয়েছে। এটি একটি প্রতারণার নির্বাচন। পূর্বে নির্ধারিত ফলাফলের নির্বাচন এবং পরিপূর্ণভাবে একটি ভুয়া নির্বাচন। এই ভুয়া নির্বাচনে আমি চৌদ্দগ্রামে ধানের শীষ মার্কার এজেন্ট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ-এ ভুয়া নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করা এ নির্বাচনকে বৈধতার দেয়ার একটি রাজনৈতিক এবং নৈতিক ভুল সিদ্ধান্ত। আমি নির্বাচন কমিশনকে আহবান জানাবো-অনতিবিলম্বে এ নির্বাচনকে বাতিল ঘোষণা করে-একটি পুনঃতফসিল ঘোষণা করা। সেই নির্বাচনে যাতে করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে জনগণ তার মতামত দিতে সেই ব্যবস্থা গ্রহন করা। আমি চৌদ্দগ্রামের জনগণকেও এই নির্বাচন প্রত্যাখান করার জন্য অনুরোধ করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads