• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
গাজীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত

গাজীপুর ম্যাপ

নির্বাচন

গাজীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত

  • টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত।

আজ রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। আজ সকালে গাজীপুর-২ আসনের টঙ্গী এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রে উপস্থিত প্রিজাইডিং অফিসার (ইআরসিপিএইচ আরিচপুর প্রথম অংশ) ড: মো: আবদুস সালাম, চান্দুগাজী বিদ্যানিকেতন প্রিজাইডিং অফিসার মো: সোলায়মান হোসেন, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রিজাইডিং অফিসার, এস এম ইমরান হোসেন, ২৫০ মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো: মোশারফ হোসেন চৌধুরী বাসসকে জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সু-সম্পন্ন করতে পারবো।

সকাল ৯টা ৩০মিনিটে ১৯৫ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। গাজীপুর-২ আসনে মহিলা ও পুরুষ মোট ভোটার রয়েছে ৭ লাখ ৪৫হজার ৭শ’ ৩৪।

ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে বাসসকে জাহিদ আহসান রাসেল এমপি বলেন, এলাকার মানুষ আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার এবং আমাকে দীর্ঘদিন যাবত ভোট দিয়ে আসছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারো তারা আমাকে ভোট দেবেন। যদি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এবারো তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

এছাড়াও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার টঙ্গীর দত্তপাড়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১টা ৩০মিনিটে ভোট প্রদান করেন। এই আসনটিতে সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে ভোটাররা জড়ো হয়েছেন তাদের সংসদ সদস্যকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করতে। নারী-পুরুষ সবার মধ্যেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট প্রদানের সময় মনোনিত প্রার্থীর সঙ্গে ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।

গাজীপুর-১ আসনে কালিয়াকৈর নৌকা প্রতীকে প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক তার নিজ কেন্দ্রে সকালে ভোট প্রদান করেন। মহিলা ও পুরুষ মোট ভোটার সংখ্যা-৬ লাখ ৬৪ হাজার ৫১৯ জন।

গাজীপুর-৩ শ্রীপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন সবুজ তার বাড়ির কেন্দ্রে ভোট প্রদান করেন। মহিলা ও পুরুষ মোট ভোটার সংখ্যা- ৪ লাখ ৩৬ হাজার ৬৬৭ জন।

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি তার নিজ গ্রাম দরদরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। মহিলা ও পুরুষ মোট ভোটার সংখ্যা-২লাখ ৬৭ হাজার ৩৯৪জন।

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি তার নিজ গ্রাম নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট প্রদান করেন। মহিলা ও পুরুষ মোট ভোটার সংখ্যা-৩ লাখ ২হাজার ৫৫৫জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads