• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জিততে পারেননি কোনো কারাবন্দি প্রার্থী

লোগো একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন

জিততে পারেননি কোনো কারাবন্দি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থেকে অংশ নিতে হয়েছে ২০দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ প্রার্থীকে। আগের অনেক নির্বাচনে জেলে থাকা প্রার্থীদের কেউ কেউ জিতলেও এবার আর কারো নির্বাচনী ভাগ্যের তালা খোলেনি। শুধু তাই নয় অনেকেরই জামানতও বাজেয়াপ্ত হয়েছে।

কারাগারে থাকা ওই ১৬ প্রার্থীর কেউ কেউ নাশকতার মামলায় আত্মসমর্পন করার পর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আবার কাউকে কাউকে ভোটের আগে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফল অনুয়ায়ী, যশোর-২ আসনে আওয়ামী লীগের মো. নাসির উদ্দিন ৩ লাখ ২৫ হাজার ৭৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসেন কারাগারে থেকে পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট। ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের আলহাজ্ব মো. দবিরুল ইসলাম ২ লাখ ২৩ হাজার ৬১৬ ভোট পেয়ে জিতেছেন। জামায়াত নেতা কারাবন্দি মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১৫ হাজার ৬৩৮ ভোট। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মো. সাইফুজ্জামান পেয়েছেন ২ লাখ ৭৪১৩০ ভোট। বিএনপির মনোয়ার হোসেন পেয়েছেন ১৬ হাজার ৪৬৭ ভোট। খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো. আক্তারুজ্জামানের প্রাপ্ত ২ লাখ ৮৫ হাজার ১১২ ভোটের বিপরীতে ধানের শীষের জামায়াত নেতা কারাবন্দি আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯ হাজার ১০৫ ভোট। সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবির ১ লাখ ১১ হাজার ৭৯৪ ভোটের বিপরীতে বিএনপির কারাবন্দি মুহাম্মদ আবদুল খালেক পেয়েছেন ২০ হাজার ৬৯৩ ভোট। সাতক্ষীরা-৪ আসনে জামায়াত নেতা কারাবন্দি গাজী নজরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট, টাঙ্গাইল-২ আসনে বিএনপির কারাবন্দি সুলতান সালাহ উদ্দিন টুক পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।

কারাবন্দি অন্য প্রার্থীদের মধ্যে বিএনপির এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫) ২৭ হাজার ৯৭৬ ভোট, বিএনপির খায়রুল কবির খোকন (নরসিংদী-১) ২৪ হাজার ৭৮৭ ভোট, বিএনপির এস এম জিলানী (গোপালগঞ্জ-৩) ১২৩ ভোট, বিএনপির মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-১০) ১২ হাজার ১৮৩ ভোট, বিএনপির ডা. শাহাদাত চৌধুরী (চট্টগ্রাম-৯) ১৭ হাজার ৬৪২ ভোট, জামায়াত নেতা আ ন ম শামশুল ইসলাম (চট্টগাম-১৫) ৫২ হাজার ৫৫৬ ভোট, বিএনপির রেজা আহমেদ বাচ্চু (কুষ্টিয়া-১) ৩ হাজার ৪২০ ভোট, জামায়াত নেতা মতিউর রহমান (ঝিনাইদহ-৩) ৩২ হাজার ২৪৯ ভোট, হামিদুর রহমান আযাদ (কক্সবাজার-২) ১৭ হাজার ৬০০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads