• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. শাহাজাহান কবির

সংগৃহীত ছবি

নির্বাচন

ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৯

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবিরকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন।  আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ২ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনী দায়িত্ব থেকে ওসি শাহাজাহানকে অব্যাহতি দেয় ইসি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন।

এর আগে, গত ২৬ মার্চ ব্রাহ্মণপাড়া থানার পাশের উপজেলা বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন।

কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবিরকে ওই ৫ দিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছেন। এরই সঙ্গে ওই থানার তদন্ত পরিদর্শকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। এছাড়া একজন সহকারি বা অতিরিক্ত পুলিশ সুপারকে ব্রাহ্মণথানার থানার নির্বাচনী কার্যক্রম তদারকি করতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাসহ জেলার ১৩ উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads