• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঢাকার দুই সিটিতে ভোট চলছে

রাজধানীর গ্রীন রোডের একটি ভোটকেন্দ্রের বাইরের দৃশ্য

সংগৃহীত ছবি

নির্বাচন

ঢাকার দুই সিটিতে ভোট চলছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।

উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, আর বিএনপির প্রার্থী ব্যবসায়ী নেতার ছেলে তাবিথ আউয়াল। এছাড়া আরো চার প্রার্থী রয়েছেন মেয়র পদে। সংরক্ষিত কাউন্সিলর মাঠে রয়েছেন ৭৭ জন। আর কাউন্সিলর পদে প্রতিযোগিতা করছেন ২৫১ জন।

অপরদিকে, দক্ষিণে মেয়র পদে রয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন। তাদের সঙ্গে রয়েছেন আরো ৫ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ৮২ জন। আর কাউন্সিলর পদে রয়েছেন ৩২৪ জন। দুই সিটি করপোরেশনের ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। গত ১০ জানুয়ারি প্রচার শুরু হয়ে বৃহস্পতিবার প্রচার শেষ হলো। মোট ২১ দিন প্রচারের সুযোগ পান প্রার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads