• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

সংগৃহীত ছবি

নির্বাচন

দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সবশেষ তথ্য অনুযায়ী মেয়রপদে দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটির ২২২ ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৯১৯৭২ ভোট। অপরদিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৪৪৮৪১ ভোট।

অপরদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম ৫১টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৭৬৫ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১০৭৮৮ ভোট।

সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম।  নির্বাচন উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে ঢাকার দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় কোনো পরিবহন চলাচল করেনি। এবার এই প্রথম দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে নির্বাচনে ভোটগ্রহণে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads