• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

নির্বাচন

কম ভোটের নির্বাচনে জিতল আ.লীগ

ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশনের নগর পিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম। আর দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। আওয়ামী লীগ ও বিএনপি একে-অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নির্বাচিত হয়ে নতুন দুই মেয়র কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নগরবাসীর কাছে। এদিকে নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে আজ হরতাল ডেকেছে বিএনপি। 

সারা দিন বড় কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও শেষ মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। মিছিল যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। তখন আওয়ামী লীগের মিছিলকারী এবং বিএনপির বিক্ষোভকারীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তা চলে আধা ঘণ্টা। তবে প্রধান নির্বাচন কমিশনার ভোট নিয়ে বলেছেন, ভোট ভালো হয়েছে। আর ভোটের হার ৩০ শতাংশের বেশি নয়।

বিছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট গ্রহণ। কমিশনার প্রার্থীদের মধ্যে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে। বেশির ভাগ কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্ট পাওয়া যায়নি। অধিকাংশ কেন্দ্রের ভেতরে বাইরে নিয়ন্ত্রণে ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। রাজনৈতিক মতৈক্য না হলেও ইভিএমে ভোট হয়েছে নগর পিতা নির্বাচনে।

গতকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। ইভিএমে ভোট গ্রহণ হওয়ায় বেশ কিছু কেন্দ্রে কারিগরি ত্রুটির ঘটনার খবর পাওয়া গেছে। তবে নির্বাচনী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করেছেন। অনেক ভোটারের আঙুলের ছাপ মেলেনি। তাছাড়া ইভিএমে অনেক ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। ভোট প্রদানের গোপন কক্ষেও ক্ষমতাসীন দলের কর্মীদের উপস্থিত থেকে ইভিএম বাটন চেপে ভোট দিতে দেখা গেছে।

উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি, মোট ভোট কক্ষ ৭ হাজার ৮৪৬। মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন পুরুষ, ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন নারী। দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ২৫টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি, মোট ভোটকক্ষ ৬ হাজার ৫৮৮টি। মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরুষ; ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন নারী।

বিএনপি অভিযোগ করেছে, রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

সরেজমিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, একটি কেন্দ্রেও বিএনপির কোনো এজেন্ট নেই। পুরো প্রাঙ্গণ ক্ষমতাসীনদের দখলে। আলাপকালে প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, বিএনপির কোনো এজেন্ট তাদের কাছে রিপোর্ট করেননি। এর বেশি বলতে পারছি না। সরেজমিন রাজধানীর তেজগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত ৮৪৪ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ২০টি। এখানেও বিএনপির প্রার্থীকে পাওয়া যায়নি।

দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিএনপির প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৮টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। মোহাম্মদপুরের জাফ্রাবাদে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন দায়িত্বরত এক সাংবাদিক। গুরুতর আহত ওই সাংবাদিককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে।

উত্তরে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দক্ষিণে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট নিয়ে জনসমর্থনের প্রতি তোয়াক্কা না করা বিএনপির জন্মগত মৌলিক বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ঢাকার দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো শতভাগ ইভিএমের মাধ্যমে ভোট চলছে। কিন্তু বিএনপির প্রার্থীরা এজেন্ট বের করে দেওয়াসহ নানা অমূলক অভিযোগ করেছেন।’

অন্যদিকে বিএনপি নির্বাচন কমিশনে ১০টি লিখিত অভিযোগ দাখিল করেছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগপত্র নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সকালে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে যান সিইসি কে এম নূরুল হুদা। দুবার যাচাই করেও আঙুলের ছাপ না মেলায় ভোটার নম্বর ব্যবহার করা হয়। এ সময় সিইসিকে নিজের স্মার্ট কার্ডও বের করতে দেখা যায়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু তালেব সাংবাদিকদের বলেন, ইভিএমে ভোট দেওয়ার আগে আঙুলের ছাপ মেলাতে হয়। সিইসি মহোদয় আঙুলের ছাপ দু-তিনবার ট্রাই করেন। পরে ভোটার শণাক্তকরণ করে ইভিএম ভোট দেন। অনেকেরই এ রকম মেলে না। যে অ্যাঙ্গেল থেকে আঙুলের ছাপ দিতে হয়, তা সঠিক না হওয়ায় মেলে না। একইভাবে বিড়ম্বনায় পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads