• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাবির ভর্তি পরীক্ষার নতুন পদ্ধতি নিয়ে উদ্বেগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার নতুন পদ্ধতি নিয়ে উদ্বেগ

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা এমসিকিউর বদলে লিখিত পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া ভর্তি পরীক্ষায় রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান গত ৬ জুলাই এমসিকিউ পদ্ধতিতে সত্যিকার মেধা যাচাই হয় না যুক্তি দেখিয়ে এমসিকিউ বাতিল করে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন। এছাড়া ভর্তি পরীক্ষায় দুটি পর্যায়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদেরকে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের ব্যাপারে জানানো হবে। নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন। দুই ঘণ্টায় ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে শিক্ষার্থীদের অভিযাগ, এ সিদ্ধান্তের কারণে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। ঝিনাইদহ সদরের পলাশ কুমার নামে এক অভিভাবক এবার কী ধরনের প্রশ্ন হবে, সিলেবাস কতটুকু, কতজন পরীক্ষায় অংশ নিতে পারবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজশাহীর বাঘার ভর্তিচ্ছু এহিয়া মাসুদ ইমন বলেন, পরীক্ষা নিয়ে এখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। নওগাঁর ধামইরহাটের ভর্তিচ্ছু ঝর্ণা হাসদা বলেন, কিন্তু এভাবে হঠাৎ লিখিত পরীক্ষার ঘোষণা আসায় বিভ্রান্তিতে পড়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, এটি এখনো চূড়ান্ত নয়। সামনে একটি মিটিং আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads