• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঘরে বসেই বই কিনুন

ছবি : ইন্টারনেট

শিক্ষা

ঘরে বসেই বই কিনুন

  • সুখী আক্তার
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

বরিশালের ছোট একটি দ্বীপজেলা ভোলা। চারপাশে তাকালে চোখে পড়বে নদী। এখানকার একজন বইপ্রেমিক জুবায়ের আহমেদ (ছদ্মনাম)। তার প্রিয় লেখকের নতুন একটি বই পড়ার ইচ্ছে হলো তার। জেলার কোনো লাইব্রেরি বা দোকানে বইটি নেই। স্বাভাবিকভাবে মন খারাপ হয় জুবায়েরের। বই কিনতে হলে আসতে হবে ঢাকায়। কিন্তু যুগ এখন অনেক এগিয়ে গেছে। বইপ্রেমিকদের এ সমস্যার সমাধান এখন অনলাইনে। ক্লিক করেই বই বাছাই করা যায়, কেনা যায়। বাংলাদেশে অনেক অনলাইন বই বাজার রয়েছে। অনলাইনে অর্ডার দিলে বই পৌঁছে যায় নির্দিষ্ট ঠিকানায় পাঠকের হাতে। সেসব পাঠকের জন্য আজকের লেখাটি... 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিহা স্বর্ণা বলেন, দোকান বা বইমেলায় গিয়ে এখন আর বই কিনতে হয় না। বাজার ঘুরেও সময় অপচয় করতে হয় না। তাছাড়া সব বই এক দোকানে পাওয়া যায় না। এখন ঘরে বসেই সব ধরনের বই পাওয়া যায়। তাই আমি এখন অনলাইনেই বই কিনি। অর্ডার করলেই বই বাসায় চলে আসে। ছোট-বড় অনেকের কাছেই অনলাইনে বই কেনা সহজ এবং পছন্দের। তাই অনলাইনে বই কেনাবেচা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

রুবি এন্টারপ্রাইজ : রুবি এন্টারপ্রাইজ বাংলাদেশের প্রথম অনলাইন বইয়ের দোকান বলে দাবি করে। ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠিত। এখানে রয়েছে একাডেমিক, গবেষণা, ঐতিহাসিক, কলা, রাজনৈতিক ইতিহাস, গ্রামীণ ইতিহাস, ঐতিহাসিক স্থাপত্য প্রভৃতি সম্পর্কিত বইয়ের সমাহার। নিজের চাহিদা অনুযায়ী ওয়েবসাইটে দেখে বইয়ের অর্ডার করতে পারেন। ওয়েবসাইট : www.rubibook.com

রকমারি : বইপ্রেমিকদের কাছে অনলাইন বইয়ের দোকান হিসেবে রকমারি বেশ জনপ্রিয়। মেলায় প্রকাশিত বই সবার আগে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালের ১৯ জানুয়ারি এটি যাত্রা শুরু করে। বইয়ের কভার পেজ, সঙ্গে বিষয়বস্তু দেখার সুযোগ করে দেয় সাইটটি। বিষয়, লেখক ও প্রকাশনী- এই তিনটি নিয়মিত ট্যাবের পাশাপাশি এখানে রয়েছে গ্রন্থমেলা প্রকাশিত প্রায় সব বই। বইয়ের পাশাপাশি রিভিউ ও বাড়তি ছাড়ের জন্য ডিসকাউন্ট ট্যাব। যদি সব বইয়ের রিভিউ থাকত, তাহলে বিষয়টি আরো ভালো হতো। আপনি চাইলে ফোনে বা অনলাইনে বই কিনতে পারবেন। স্বল্প পরিবহন খরচের বিনিময়ে ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বই। ওয়েবসাইট : www.rokomari.com/book

পড়ুয়া : বেশ সাদামাটা একটি অনলাইন বইয়ের দোকান পড়ুয়া। ফোনে অথবা ওয়েবসাইট থেকে দেখে বই কিনতে পারেন বইপোকারা। বইটি সম্পর্কে জেনে নিতে পারবেন কেনার আগে। বিষয় প্রাধান্যনির্ভর এই অনলাইন বইয়ের দোকানে অনুবাদ সাহিত্যের পাশাপাশি বেশকিছু দুর্লভ বিভাগ রয়েছে। সাইটটিতে লগ ইন করে সহজেই অনলাইনে বই অর্ডার করা যায়। ৫০০ টাকার অতিরিক্ত বই কিনলে ফ্রি কুরিয়ারের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হয়। ওয়েবসাইট : www.porua.com.bd

বইমেলা : বইমেলা একটি চমৎকার অনলাইন বইয়ের দোকান। তিন বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিশোর উপন্যাস কিংবা নাটকের যে কোনো বই আপনি নির্দিষ্ট ফি দিয়ে কিনতে পারবেন। লেখক, প্রকাশনী, বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো বই থেকে বেছে নিতে পারেন প্রয়োজনীয় বই। ওয়েবসাইট : boi-mela.com

সর্বনাম : দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বইয়ের অনলাইন দোকানগুলোর। দেশের যে কোনো প্রান্তে বই পৌঁছে দিতে সক্রিয় প্রতিষ্ঠানটি। লেখক, প্রকাশনী এবং প্রতি বছরের নতুন বইগুলো আলাদাভাবে সাজানো হয় সাইটটিতে। ৩০ টাকার বিনিময়ে ঘরে বসেই পেতে পারেন আপনার পছন্দের বই। ওয়েবসাইট : sorbonam.com

পিবিএস : পিবিএস একটি বইয়ের দোকান। এখানে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন আপনার পছন্দের বই। ২০১০ সালের মার্চে অনলাইন যাত্রা শুরু করে। দোকানটিতে রয়েছে প্রচুর বইয়ের সংগ্রহ। বইয়ের তথ্য ও দামসহ নানা ক্যাটাগরিতে সাজানো রয়েছে। ওয়েবসাইট : www.pbschain.com

রকমারি ডটকমের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান সাজি জানান, অনলাইন বইয়ের দোকানের সংখ্যা বাড়ছে দিন দিন। আমাদের কাছে সবার আগে পাঠক। একটা সময় প্রিয় লেখকের বই কিনতে পাঠকরা জেলা শহরে আসতেন। জেলা শহরে বইটি না পেলে ঢাকায় আসতেন। কিন্তু জেলা, থানা, এমনকি গ্রামের পাঠকের হাতে বই পৌঁছে দিচ্ছি আমরা, যাতে পাঠক ঘরে বসে বই পড়তে পারেন। চল্লিশ টাকা ডেলিভারি চার্জে দেশের যে কোনো প্রান্তে পাঠকের হাতে বই তুলে দিচ্ছি আমরা। সবসময় বইয়ের ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট এবং মেলার সময় ৭০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে থাকি। অনলাইনে সহজে বই কেনার সুবিধা হওয়ায় অনেকে অনলাইনে ঝুঁকছেন। গত ছয় বছরে ধারাবাহিকভাবে অনলাইন থেকে বই কেনার হার বেড়েছে। মানুষ যেন বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলোয় নিজেকে আরো সমৃদ্ধ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বাস করি, বই না পড়লে বড় হওয়া যায় না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads