• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাবির লতিফ হলের নতুন প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন

রাবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. একরাম হোসেন

সংগৃহীত ছবি

শিক্ষা

রাবির লতিফ হলের নতুন প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. একরাম হোসেন। সোমবার দুপুরে বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস নতুন প্রাধ্যক্ষের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, সহকারী প্রক্টর জাহিদুল ইসলাম, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ ড. মো. আরিফুর রহমান, রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. রুকসানা বেগম, ওই হলের আবাসিক শিক্ষক ফারজানা রহমান, মেহেরুন নেসা, লতিফ হলের আবাসিক শিক্ষক ড. মো. ছালেকুজ্জামান খান, ড. মো. আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. ইকরাম হোসেন ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বি.এ অনার্স এবং ২০০৩ সালে এম. এ সম্পন্ন করেন। এরপর ২০১০ সালের জানুয়ারি মাসে তিনি এই বিভাগে যোগদান করেন। ২০১৩ সালে ‘খান বাহাদুর আহছানঊল্লার অধ্যাত্মবাদ ও মানবকল্যাণে তার অবদান’ শীর্ষক গবেষণার করে পিএইচডি অর্জন করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads