• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ১২০ বছর পূর্তি উদযাপন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ১২০ বছর পূর্তি উদযাপন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

নানা আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে ফের কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে কলেজের জামতলায় দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. আবু জাফর খাঁন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর হাবীব আহসান উল্লাহ, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আলী আহম্মেদ, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক নিলুফার সুলতানা প্রমুখ।

বর্ষপূর্তির অনুষ্ঠানে সভাপতির বক্তব্য কলেজ অধ্যক্ষ বলেন, পূর্বাঞ্চলীয় অন্ধকার যুগের শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক’ ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস। পাকিস্তান সৃষ্টির পর এ কলেজের নাম পরিবর্তনের চেষ্টা চালানো হয়। ‘ভিক্টোরিয়া’ শব্দটি ছেঁটে ফেলার চিন্তা করা হয়। শেষ পর্যন্ত তা আর হালে পানি পায়নি।

জানা গেছে, বর্তমানে কলেজটি দুইটি অংশে বিভক্ত। কান্দিরপার রানীদীঘির পাড়ে কলেজের ইন্টারমিডিয়েট শাখা এবং ধর্মপুরে অনার্স শাখা অবস্থিত। প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর পদচারণায় কলেজটি মুখরিত হয় প্রতিদিন। ২২টি বিষয়ে অনার্স ও ১৯টি বিষয়ে মাস্টার্স পড়ানো হয় এখানে। এ কলেজে রয়েছে ১২টি সক্রিয় সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে কলেজটির ভূমিকা ছিল অনন্য।

উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ, সত্যেন্দ্রনাথ বসু, অদ্বৈত্য মল্লবর্মণ, ধীরেন্দ্রনাথ দত্ত, অধ্যাপক রফিকুল ইসলাম, হানিফ সংকেত, বিদ্যা সিনহা মিম, সংগীত শিল্পী আসিফ আকবরের মতো অসংখ্য খ্যাতনামা সাবেকদের পদচারণায় মুখরিত হয়েছে ভিক্টোরিয়ার ক্যাম্পাস। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads