• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৮ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টটি শুরু হয। টুনামেন্টের উদ্বোধন করেন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

এ সময় শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন, ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব দেবব্রত পাল, বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ পরিসংখ্যান বিভাগের মোকাবেলা করে। খেলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪ উইকেটে পরিসংখ্যান বিভাগকে পরাজিত করে।

পরিবেশ বিজ্ঞান বিভাগ টসে জিতে পরিসংখ্যান বিভাগকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পরিসংখ্যান বিভাগ ১৩৭ রান করে। সর্বোচ্চ ৪৯ রান করেন দ্বীপময়। জবাবে পরিবেশ বিজ্ঞান বিভাগ ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। পরিবেশ বিজ্ঞানের হয়ে রেজাউল সর্বোচ্চ ৩৪ রান করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads