• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুর্গাপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

ছবি : সংগৃহীত

শিক্ষা

দুর্গাপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

সারাদেশ ব্যাপী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুুুুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় দুর্গাপুর সরকারী বালিকা স্কুল মাঠে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান তালুকদারের সঞ্চালনায় প্রধান শিক্ষক বিনয় ভ’ষণ সাহা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো: তোফায়েল আহমেদ, ওসি দুর্গাপুর থানা মিজানুর রহমান, মাধ্যমিক কর্মর্কতা আরিফা আক্তার, একাডেমিক সুপারভাইজার নাছির উদ্দিন প্রমুখ।

এছাড়াও একই দিন দুর্গাপুর সরকারী প্রথমিক, সুসঙ্গ আর্দশ বিদ্যালয়, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এবছর দুর্গাপুর উপজেলায় প্রাথমিক স্তরে সরকারী ১২৬ টি, আনন্দ ৬১ টি ও অন্যঅন্যান ৫০ টি বিদ্যালয়ের ৩০হাজার ৫ শত জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আর মাধ্যমিক স্তরে সরকারী ২টি, বেসরকারী ৩২টি বিদ্যালয়ের ১২,৫০০ জন শিক্ষার্থীর মাঝে ১,৬৬,৩১৫ টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এছাড়াও ৪ টি আলিম মাদ্রাসা ও ১৮ টি ইবতেদায়ি মাদ্রাসায় ৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থীর মাঝে ৫৩,৬১৭ টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads