• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডিজিটাল ইউনিভার্সিটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় : উপাচার্য

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ডিজিটাল ইউনিভার্সিটি হবে রাবি : উপাচার্য

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। আজ সোমবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে রাবি উপাচার্য একথা জানান।

এসময় মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  এতে সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক।

রাবি উপাচার্য বলেন, ডিজিটালাইজেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বর্তমানে অনেকটা এগিয়ে।  আমাদের এই এগিয়ে যাওয়াটা যেন থমকে না যায়। রাবিকে ডিজিটাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা হবে। এ ব্যাপারে সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেস্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর  রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads