• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চীনের ‘বেস্ট রিসার্চ’ অ্যাওয়ার্ড পেলেন ইবি শিক্ষক তারেক

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

চীনের ‘বেস্ট রিসার্চ’ অ্যাওয়ার্ড পেলেন ইবি শিক্ষক তারেক

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

চীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘বেস্ট রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেন্টেশন’ অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক তারেক হাসান আল মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।

শুক্রবার ব্যক্তিগত ই-মেইলে এ তথ্য নিশ্চিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।


জানা যায়, এই অ্যাওয়ার্ডটি চীনে খুবই মর্যাদাপূর্ এবং এটি তথ্যপ্রযুক্তি ভিত্তিক সংস্থা আইফ্লাকটেক কোম্পানির সেরা উদ্ভাবনী কাজের বিজয়ী ঘোষণা করেছেন।

প্রতিযোগীতা তিনটি স্থরে গঠিত। প্রথম পর্যায়ে সব গবেষণাগরের পরিচালকগণ তাদের নিজ নিজ ল্যাব (ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এর সকল পরীক্ষাগার) হতে সেরা বেছে নিয়েছিলেন। তারপর সে রিসার্চ পেপারগুলি বিশেষজ্ঞ রিভিউয়ার দ্বারা পর্যালোচনা করা হয়। পরে অবশেষে ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে উপস্থাপনার জন্য মনোনীত হন। চূড়ান্ত পর্বে ২০ জন শিক্ষার্থীর উপস্থাপনা শেষে জুরি বোর্ড দ্বারা সেরা গবেষণা নির্বাচিত হয়।

তারেক হাসান আল মাহমুদ বর্তমানে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নাতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads