• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
‘ফণী’র প্রভাবে পেছালো এইচএসসি পরীক্ষা

ছবি : সংগৃহীত

শিক্ষা

‘ফণী’র প্রভাবে পেছালো এইচএসসি পরীক্ষা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণী’র কারণে ৪ মে’র এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৪ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউল হক জানান, শনিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৪ মে সকালে। একইভাবে বিকেলে যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল তা বিকেলেই নেওয়া হবে।

৪ মে শনিবার সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকেলে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ মে। এরপর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত পরীক্ষা এভাবেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads