• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ইবিতে আইআইইআর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে আইআইইআর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মে ২০১৯

নিজস্ব অর্থায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) ভবনের কাজ শুরু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের লেকের পাশের্ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ৫ তলা ভবনের নকশার কাজ উদ্বোধন করা হলেও প্রাথমিকভাবে একতলার কাজ শুরু হচ্ছে। একতলা কাজটির ঠিকাদারী পেয়েছে কুষ্টিয়ার ‘ইউনিক কন্সট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান। ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

আইআইইআর পরিচালক ড. মেহের আলী জানান, ভবনের মুল নকশায় রয়েছে শিক্ষার্থীদের ক্লাস রুম, কনফারেন্স রুম, লাইব্রেরী, শিক্ষকদের অফিস রুম, কমন রুম, পরিচালকের অফিস এবং অতিথিদের আবাসিক ব্যবস্থা।

উদ্বোধনকালে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, আমি ভীষণ আনন্দিত যে নিজস্ব অর্থায়নে আইআইইআর ভবনটি নির্মিত হতে যাচ্ছে। এটি আমাদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার প্রতীক। এর ফলে বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত এবং পঠন-পাঠন ও গবেষণাক্ষেত্রে অসামান্য উচ্চতায় উন্নীত হবে।

উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান বলেন, আইআইইআর-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। আইআইইআর-এর নিজস্ব ভবন নির্মাণকাজ সম্পন্ন হলে তা হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি বড় ধরণের অগ্রগতি।

কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা বলেন, আইআইইআর ভবনটি নিজস্ব অর্থায়নে নির্মিত হবে। ভবনটির নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে যেন সমাপ্ত হতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads