• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

রাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০১৯

’হৃদয়ে শেরপুর অটুট থাকুক আত্মার বন্ধন‘ এই শ্লোগানকে বুকে ধারণ করে বগুড়ার শেরপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে শেরপুর উপজেলা হলরুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরপুর উপজেলা সমিতির সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. ড. শাহজাহান আলী তালুকদার, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শেরপুর অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তারিকুল ইসলাম তারেক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইইই বিভাগ মাহবুবুর রহমান জনি, মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইলাম, চিরিরবন্দর কৃষি সম্প্রসারক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শেরপুর সরকারি কলেজের প্রভাষক ফেরদৌস জামান জুয়েল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads