• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিএইউ ভিসি

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিএইউ ভিসি

  • গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ) ময়মনসিংহ-র নবনিযুক্ত ভাইস চেন্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার দুপুর ১:৩০ মিনিটে সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করে তিনি এ শ্রদ্ধা জানান।

পরে তিনি ফাতেহা পাঠ করেন। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন, বিএইউ রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, বিএইউ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবু হাদি নুর আলী খান, আওয়ামী পন্থী শিক্ষক ফোরামের সভাপতি ড. মোঃ সালাম, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, অধ্যাপক ড.এ এম মাহফুজুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এরপর ভাইস চ্যান্সেলর ড. লুৎফুল হাসান বঙ্গবন্ধু ভবনে যান এবং ও সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে তিনি স্বাক্ষর করে।

এছাড়া পরে ভাইস চ্যান্সেলর শিক্ষক সমিতি, অফিসার্স ও কর্মচারী এসোশিয়েসনের নেতৃন্দকে সাথে তিনি পৃথক ভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধ‍া জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads