• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করলো ৬১ শিক্ষার্থী

ফাইল ছবি

শিক্ষা

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করলো ৬১ শিক্ষার্থী

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

চলতি বছরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র পুনঃ নিরীক্ষণে ২৩১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ৬১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন। আর নতুন জি পি এ ৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী । বাকিদেরও গ্রেড পরিবর্তন হয়েছে।

পুনঃ নিরীক্ষণে বেশি ফল পরিবর্তন হয়েছে ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( আইসিটি ) বিষয়ে।

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

 তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ড দেশ সেরা হলেও ৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী ২৫ হাজার ৯১৫ টি পত্রের পুনঃ নিরীক্ষণের আবেদন করেছেন।

পুনঃ নিরীক্ষণে ইংরেজি বিষয়ের প্রথম পত্রে ৫৩ জন, একই বিষয়ে দ্বিতীয় পত্রে ৩৬ জন এবং আই সি টি বিষয়ে ২৬ জনের ফল পরিবর্তন হয়।

উল্লেখ্য, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ৯৪ হাজার ৩৬ পরীক্ষাথী এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে ৭৩ হাজার ৩৫৮ শিক্ষার্থী।পাসের হার ছিল শতকরা ৭৭ দশমিক ৭৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৭৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads