• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবি প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের

ফাইল ছবি

শিক্ষা

জাবি প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বঘোষিত তিন দফা দাবি না মানায় আগামীকাল সোমবার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আগামীকাল মঙ্গলবার সকাল ৭.৩০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই প্রশাসনিক ভবন অবরোধের কথা জানান শিক্ষার্থীরা। 

প্রশাসনিক ভবন অবরোধের বিষয়ে আন্দোলনকারী জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, প্রশাসন অপরিকল্পিত মাস্টারপ্ল্যান বন্ধ না করে এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে না দেখে স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন। শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে প্রশাসন স্বেচ্ছাচারিতা করছেন। তাই শিক্ষার্থীদের দাবি আদায়ে আগামীকাল সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে। 

শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশের তিনটি হল স্থানান্তর করে নতুন জায়গায় দ্রুত কাজ শুরু করতে হবে।

২) মেগাপ্রজেক্টের টাকার দূর্নীতির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নির্মাণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করে সকল ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।

৩) মেগাপ্রজেক্টের বাকি ১৭ টি (সংখ্যা উল্লেখ না করলেও হয়) স্থাপনার কাজ স্থগিত রেখে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস করে কাজ শুরু করতে হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads