• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চবিতে সিট বরাদ্দ নিয়ে চলছে তালবাহানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষা

চবিতে সিট বরাদ্দ নিয়ে চলছে তালবাহানা

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২০

বছরখানেক আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলগুলোতে শিক্ষার্থীদের আবাসিক কক্ষ বরাদ্দ দেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগকে খুশি রাখতে এ প্রক্রিয়া বাস্তবায়নে কর্তৃপক্ষ তালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। তবে চবি কর্তৃপক্ষ বলছেন, ব্যস্ততার কারণে সময়মতো আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, চবি হলগুলোতে রয়েছে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের অবৈধ বসবাস। বৈধ আবাসিক শিক্ষার্থীদের থেকে বের করে দিয়ে কক্ষ দখল করা হয়েছে।

এরই মধ্যে হলের কক্ষ বরাদ্দের ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের মনে আশার সঞ্চার হয়। কিন্তু অদৃশ্য কারণে আবেদনের প্রায় এক বছরেও কক্ষ বরাদ্দ দেয়নি চবি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগকে খুশি রাখতেই আসন বরাদ্দ দিতে এমন তালবাহানা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আবেদন করে দীর্ঘ সময় পরেও আসন বরাদ্দ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, হলে কক্ষ বরাদ্দ না পাওয়ায় ক্যাম্পাসের আশপাশের কটেজগুলোতে উচ্চ ভাড়া, নোংরা পরিবেশ, গ্যাস, পানি ও বিদ্যুৎ সমস্যা নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত কক্ষ বরাদ্দ দেওয়াসহ হলগুলোতে বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের জুনে আবাসিক হলে কক্ষ বরাদ্দ দেয় তৎকালীন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রক্টর আলী আজগর চৌধুরীর নেতৃত্বাধীন প্রশাসন।

অভিযোগ রয়েছে, ওই সময় সাধারণ শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ না দিয়ে নিয়মবহিভর্’ভাবে গণহারে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ বরাদ্দ দেন তারা।

দুই বছর পর মেয়াদের শেষ সময়ে এসে ২০১৯ সালের ২৫ মার্চ হলগুলোতে কক্ষ বরাদ্দের বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। এতে আবেদন ফরম কেনেন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী।

তবে বিজ্ঞপ্তির তিন মাস পরে ওই বছর ১৪ জুন ইফতেখার উদ্দিনের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় রুটিন দায়িত্ব পান বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি দায়িত্ব পাওয়ার পর হলগুলোতে কক্ষ বরাদ্দের পূর্বনির্ধারিত গত ২৩ ও ২৪ জুনের ভাইভা কোনো কারণ উল্লেখ না করেই স্থগিত ঘোষণা করা হয়।

পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩ ও ৪ জুলাই পুনরায় ভাইভা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও গত ১ জুলাই আবারও তা স্থগিত ঘোষণা করে চবি প্রশাসন। দ্বিতীয়বারের মতো ভাইভা স্থগিত ঘোষণার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও কক্ষ বরাদ্দের বিষয়ে তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি।

ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আবেদনকারী শিক্ষার্থী বলেন, অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন কটেজে থাকতে হচ্ছে। ভাড়ার টাকাসহ অন্যান্য খরচ সামলানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভেবেছিলাম হয়তো হলে সিট পেলে কিছুটা স্বস্তি পাব। কিন্তু প্রশাসন শুধু ছাত্রলীগের নেতাকর্মীদেরই সুবিধা দিতে পছন্দ করে। আমাদের দুর্ভোগ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।

তারা বলেন, আশা করি দ্রুত সময়ের মধ্যে ভাইভার মাধ্যমে কক্ষ বরাদ্দসহ হলগুলোতে যাতে কোনো অবৈধ আবাসিক শিক্ষার্থী না থাকতে পারে সে বিষয়টিও প্রশাসন নিশ্চিত করবে।

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা অনেক আগে থেকেই হলগুলোতে কক্ষ বরাদ্দ দেওয়া বিষয়ে বলে আসছি। আসন বরাদ্দ দিতে দেরি হচ্ছে বিধায় আমরা আমাদের কমিটিগুলো করতে পারছি না। আর তারা হলগুলোতে আসন বরাদ্দ দিলেই তো বোঝা যাবে আমরা অবৈধভাবে দখল করে রেখেছি কিনা?

জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষা, অন্যান্য কাজ থাকায় এত দিন কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। আর এখন বিশ্ববিদ্যালয়ের খেলা চলছে তাই প্রভোস্টরা ব্যস্ত আছেন। খেলার পরে কক্ষ বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads