• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইবিতে ৩৭২ আসন শুণ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

প্রথম ধাপে অপেক্ষমান ভর্তি সম্পন্ন

ইবিতে ৩৭২ আসন শুণ্য

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ১ম ধাপে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষে ৩৭২টি আসন খালি রয়েছে। ২য় ধাপের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা বাকি আসনে ভর্তির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফাঁকা ৩৭২ আসনের মধ্যে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ১৮৪, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৮ এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি-প্রকৌশল অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৪০টি। উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই।

এদিকে ১২ জানুয়ারী সকাল ১০টায় ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ২য় অপেক্ষমান তালিকার ও কোটাধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ জানুয়ারী ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারীর মধ্যে ‘বি’ ইউনিটের ‘বিষয়-পছন্দ’ ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads