• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু

প্রতীকী ছবি

শিক্ষা

এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২০

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই দিন পর শুরু হচ্ছে। পূর্বনির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি শুরু না হয়ে তা ৩ ফেব্রুয়ারি শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সারা দেশে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে এসব পরীক্ষা হবে। গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২০১৭ সালে যারা জেএসসি পাস করেছে, তারা এবার পরীক্ষা দিচ্ছে। এর সঙ্গে কিছু অনিয়মিত শিক্ষার্থী আছে। ২০১৭ সালে জেএসসিতে পাসের হার কম ছিল। এজন্য এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। শিক্ষামন্ত্রী আরো জানান, আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে ওই সময়ের পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণসহ সব তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। অন্যদিকে প্রতি বছরের মতো কেন্দ্রের আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা, কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না। শুধু কেন্দ্রসচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

দীপু মনি বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস পাঠিয়ে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, সেটি কেন্দ্রসচিবকে জানানো হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষাই হবে সৃজনশীল প্রশ্নপত্রে। এবারো বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads