• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মার্চ

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১০ মার্চ থেকে শুরু হবে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১০ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে। ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদেরকে এই মুহূর্তে হলে সীট বরাদ্দ করা সম্ভব হবে না। তবে তাদেরকে বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তী সময়ে হলে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে তাদের জন্য হলে সীট বরাদ্দের ব্যবস্থা করবেন।

প্রসঙ্গত, এই শিক্ষাবর্ষে ১৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ভর্তি যুদ্ধে অবতীর্ণ হচ্ছে ১৯১ জন শিক্ষার্থী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads