• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আরেকদফা বাড়লো বিদ্যুতের দাম

প্রতীকী ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

আরেকদফা বাড়লো বিদ্যুতের দাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২০

আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। ১লা মার্চ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

আজ বৃহস্পতিবার, কারওয়ানবাজারে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫.৩% বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা এবং পাইকারি দর ৮.৪ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করার ঘোষণা দেওয়া হয়েছে।

রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে।

শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads