• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

ইউরোপ

প্যারিসে ছুরি হামলায় নিহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

প্যারিসের অপেরা ডিস্ট্রিক্টে ছুরি নিয়ে এক আততায়ীর হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালায়। স্থানীয় সময় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।

হামলার পর এক বিবৃতিতে ‘সন্ত্রাসীকে প্রতিরোধ’ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, স্বাধীনতার শত্রুদের এক ইঞ্চিও ছাড় দেবে না ফ্রান্স।

নিজেদের বার্তা সংস্থা আমাকে আইএস দাবি করেছে, তারা এ হামলা চালিয়েছে। কিন্তু দাবির পক্ষে বিস্তারিত প্রমাণ দাখিল করেনি। প্যারিসের কেন্দ্রস্থলে ছুরি নিয়ে হামলাকারীর জন্ম রাশিয়ার চেচনিয়ায় বলে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। হামলার পর হামলাকারীর বাবা ও মাকে ফ্রান্সের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads