• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

প্রতীকী ছবি

প্রবাস

আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বৈধ হতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। গত ২৯ জুলাই দেশটির জেনারেল ডাইরেক্টরি অব রেসিডেন্সি ফর অ্যাফেয়ার দুবাইয়ের মেজর জেনারেল মোহাম্মদ আল মারি এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি দেশটিতে অবৈধভাবে অবস্থানরতদের বৈধ হওয়ার সুযোগ দিতে ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের জন্য অ্যামনেস্টি (রাজক্ষমা) হচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া উপহার। এর পরই দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বাংলাদেশ দূতাবাসে সংবাদ সম্মেলন করে এ সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সাধারণ ক্ষমার আওতায় ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসীরা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। পরে ভিসা চালু হলে আবার তারা ফিরতে পারবেন। যারা ভিসা পরিবর্তন করতে সমস্যার সম্মুখীন হবেন, তাদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ১০ শতাংশের কম নানা কারণে অবৈধ। এবারের সাধারণ ক্ষমায় ভিসা ট্রান্সফারসহ বিভিন্ন ইস্যুতে অন্যান্য দেশের জন্য আমিরাত যেসব সুযোগ দিয়েছে, তার সবই বাংলাদেশিরাও পাবে। সাধারণ ক্ষমার আওতায় ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসীরা বৈধ হতে না পারলেও কাজ খোঁজার জন্য আরো ছয় মাসের ভিসার আবেদন করা যাবে। কাজ অনুসন্ধানকারীদের মধ্যে আমিরাতের মিনিস্ট্রি অব রিসোর্স অ্যান্ড এমিরাইটাইজেশনে নিবন্ধনভুক্তরা অগ্রাধিকার পাবেন। কোনো কারণে পরের ছয় মাসেও কাজ না পেলে আমিরাত ছাড়তে হবে। বাংলাদেশের প্রায় ৮ লাখ মানুষ কাজ করছেন দেশটিতে। তাদের মধ্যে ৫০ হাজার বাংলাদেশি অবৈধভাবে আছেন বলে জানা যায়। দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীরা মনে করেন, এ সুযোগ কাজে লাগাতে পারলে আরো বেশ কিছু নতুন সুবিধা পাবে বাংলাদেশ।

প্রসঙ্গত ১৯৯৬, ২০০২, ২০০৭ এবং ২০১৩ সালেও দেশটির সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিলেও বৈধ হতে না পারায় প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসী সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads