• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

হলিউড

আসছে অ্যাভেঞ্জারস ফাইভ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

অ্যাভেঞ্জারস সিরিজের সব ছবিই ব্যবসাসফল হয়েছে। একমাত্র হলিউড ছবি অ্যাভাটারের রেকর্ড ছাড়া আর সব রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে অ্যাভেঞ্জারস সিরিজের ছবিগুলো। অ্যাভেঞ্জারস : এন্ডগেম ছবির মাধ্যমে এ সিরিজের সমাপ্ত হওয়ার কথা ছিল। এহেন সংবাদে সুপার হিরো ভক্তরা বেজায় কষ্ট পেয়েছিলেন। ভক্তদের জন্য নতুন খবর হলো অ্যাভেঞ্জারস ফাইভ তৈরির পরিকল্পনা করছে মারভেল স্টুডিও।

‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি এখন। ছবিটির পরবর্তী সিরিজ না বানালে সমাপ্তি ঘটত অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের। সবাই ধরেই নিয়েছিল এবারের ছবিতেই সুপার হিরোদের ঝলকের শেষ উপ্যাখান। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন। মারভেল সিনেম্যাটিক ইউনিভার্স আরো একটি অ্যাভেঞ্জারস তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে। এক রেডইট ব্যবহারকারী এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, অ্যাভেঞ্জারস ফাইভ মুক্তি পাবে ২০২২ সালের জুলাই মাসে। তবে কোন কোন চরিত্র থাকছে কিংবা কারা অভিনয় করবেন, সে ব্যাপারে জানানো হয়নি। এই ব্যক্তিই কিছুদিন আগে ক্যাপটেন মার্ভেল টু  এর খবর ফাঁস করেছিলেন।

মার্ভেলের সুপার হিরোদের জীবনও অন্য পাঁচজন সাধারণ মানুষের মতো। যে কারণে অন্য সুপার হিরোদের চেয়ে ক্যাপ্টেন আমেরিকারা আলাদা। তাদেরও আছে আবেগ, ভালোবাসা একটা সাধারণ জীবন। তারা শুধু সুপার ভিলেনদের মোকাবেলা করে, তা-ই নয়- ব্যক্তিগত জীবনেও অন্যদের মতো যুদ্ধ করে চলতে হয়। ভক্তদের মনে হয়তো অ্যাভেঞ্জারসের চরিত্রগুলো সহানুভূতির বড় একটি স্থান দখল করে নিয়েছে সে জন্যই।

সেরকম এক দুজন নয়, বরং ডজনখানেক সুপার হিরোকে নিয়ে একই কাতারে দাঁড়িয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে দেখলে কেমন লাগা উচিত? তা শুধু অ্যাভেঞ্জারস ভক্তরাই বলতে পারবেন এখন। একসঙ্গে এত সুপার হিরোর উপস্থিতি দর্শকদের জন্য সত্যিই বড় পাওয়া। এন্ডগেমের প্রায় প্রতিটি আলাদা আলাদা চরিত্রকে নিয়েই রয়েছে জনপ্রিয় সব মুভি। ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, স্পাইডার ম্যান, হাল্ক, থরের মতো সব চরিত্রেরই বিশেষ ভক্তের সংখ্যাও কম না কিন্তু! তাদের জন্যও এই মুভি গুলো আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছে। মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের ২২ নম্বর ছবি রুশো ব্রাদার্সের অ্যাভেঞ্জার্স এন্ডগেম।

‘অ্যাভেঞ্জারসে’র সিরিজ শেষ না হওয়ায় সুপার হিরোদের ভক্তরা আবার নতুন করে উজ্জীবিত হচ্ছেন। কারণ নতুন ছবিতে আবার তারা দেখতে পাবেন রবার্ট ডাওনি জুনিয়রকে আয়রন ম্যানের স্যুটে। ক্রিস ইভানস তুলে নেবেন তার ঢালটি। থরের স্টর্মব্রেকার গর্জে উঠবে যুদ্ধের জন্য। গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির স্টার লর্ড ক্রিস প্র্যাটের ফাইটিং ডান্স দেখা যাবে। লকির ভিলেনগিরি করার শত চেষ্টাও হয়তো আর সফল হবে না। নিক ফিউরির বিড়ালে খামচানো নষ্ট চোখ, হকআইর নির্ভুল তীর ছোড়া, হাল্কের রেগে সবুজ হওয়ায় সবই আবার নতুন করে দেখা যাবে। যে অভিনেতারা দর্শকদের এত দিন আনন্দ দিয়ে গেছেন, ভক্তদের সঙ্গেও তাদের সৃষ্টি হয়েছে এক আবেগের সম্পর্ক। এ জন্য দর্শকরাও চান এই এই সুপার হিরোরা বার বার তাদের কাছে ফিরে আসুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads