• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

হলিউড

এসএজি অ্যাওয়ার্ডস জিতল ‘প্যারাসাইট’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২০

হলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ভোটে দেওয়া হলো স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস। এবার ছিল এটির ২৬তম আসর। এতে দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ সেরা সম্মিলিত অভিনয়ের পুরস্কার জিতেছে। এবারই প্রথম ইংরেজি ছাড়া অন্য ভাষার কোনো ছবির অভিনয়শিল্পীরা এটি পেলেন।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে রোববার (১৯ জানুয়ারি) বসেছিল ২৬তম এসএজি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হয়েছেন ওয়াকিন ফিনিক্স তার ‘জোকার’ ছবিতে দুর্দান্ত অভিয়ের জন্য। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রেনে জেলওয়েগার তার ‘জুডি’ ছবির জন্য।

সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ব্র্যাড পিট ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এ অভিনয় করে। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন লরা ডার্ন ‘ম্যারিজ স্টোরি’তে ব্যতিক্রমী অভিনয় করে। সেরা সম্মিলিত স্টান্ট মনোনীত হয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’।

টেলিভিশন বিভাগ সেরা সম্মিলিত অভিনয় ড্রামা সিরিজ বিভাগে নির্বাচিত হয় ‘দ্য ক্রাউন’।

সেরা অভিনেতা পিটার ডিঙ্কলেজ তার ‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করে।

সেরা অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন, ‘দ্য মর্নিং শো’-এর জন্য।

সেরা সম্মিলিত অভিনয়শিল্পী কমেডি সিরিজে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’।

সেরা অভিনেতা কমেডি চরিত্রে টনি শ্যালুব তার ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এর জন্য। সেরা অভিনেত্রী কমেডি ফিবি ওয়ালার-ব্রিজ ‘ফ্লিব্যাগ’, সেরা অভিনেতা টেলিভিশন মুভি/লিমিটেড সিরিজ স্যাম রকওয়েল ফসি/ভার্ডন, একই বিভাগে সেরা অভিনেত্রী মিশেল উইলিয়ামস (ফসি/ভার্ডন), সেরা সম্মিলিত স্টান্ট (গেম অব থ্রোনস)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads