• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা মোকাবেলায় ৪ কোটি অর্থ সহায়তা দিলেন প্রভাস

সংগৃহীত ছবি

হলিউড

করোনা মোকাবেলায় ৪ কোটি অর্থ সহায়তা দিলেন প্রভাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে গত মঙ্গলবার থেকে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট তারকা টেন্ডুলকার, সৌরভরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুহাত খুলে দান করছেন ভারতের তারকারা।

তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে অর্থ সহায়তা দিতে এবার এগিয়ে এসেছেন দক্ষিণের তারকারা বাহুবলীর নায়ক প্রভাস।

সহায়তা বা দান, যা–ই বলা হোক না কেন, এ ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে দক্ষিণের ‘বাহুবলী’ তারকা প্রভাস। ‘সাহো’ তারকা করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে দিয়েছেন ৩ কোটি রুপি।

এ ছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ সরকারের তহবিলে ৫০ লাখ রুপি করে দিয়েছেন ‘মিরচি’ তারকা প্রভাস।

ইউরোপ থেকে ফিরে আপাতত স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন প্রভাস। তবে পিছিয়ে নেই দক্ষিণের অন্য তারকারাও। অন্ধ্র প্রদেশে রাজনৈতিক দল জনসেনার প্রধান ও অভিনেতা পবন কল্যাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দিয়েছেন।

এ ছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীদের তহবিলেও দিয়েছেন ৫০ লাখ করে রুপি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন দক্ষিণের সুদর্শন অভিনেতা মহেশ বাবুও। অন্ধ্র ও তেলেঙ্গানার রাজ্যর ত্রাণ তহবিলে ১ কোটি করে রুপি দিয়েছেন তিনি। টুইটে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুপারস্টার মহেশ বাবু।

‘মাগাধিরা’ অভিনেতা রাম চরণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ৭০ লাখ রুপি। সবাইকে ঘরে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এনটিআর জুনিয়র মোট ৭৫ লাখ রুপি দান করেছেন। অন্ধ্র ও তেলেঙ্গানা দুই রাজ্যর ত্রাণ তহবিলে ২৫ করে মোট ৫০ লাখ রুপি দিয়েছেন। আর দক্ষিণের টেকনিশিয়ানদের জন্য ২৫ লাখ রুপি দিয়েছেন ‘আরআরআর’ তারকা।

এদিকে অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্য সরকারের তহবিল অর্থ দিয়েছেন ‘ডিজে’ তারকা আল্লু আর্জুন। এর পাশাপাশি কেরালা রাজ্যরও মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তিন রাজ্যর মুখ্যমন্ত্রীর তহবিলে মোট ১ কোটি ২৫ লাখ রুপি দান করেছেন তিনি।

দক্ষিণের তারকা নীতিন অন্ধ্র ও তেলেঙ্গানার রাজ্যের ত্রাণ তহবিলে ১০ লাখ করে মোট ২০ লাখ রুপি দিয়েছেন। এই তারকা করোনার কারণে পিছিয়ে দিয়েছেন নিজের বিয়ে। নীতিনই প্রথম তারকা, যিনি করোনার মোকাবিলায় সবার আগে অর্থ সহায়তা দিয়েছেন ।

বলিউডসহ আঞ্চলিক সব ছবির শুটিং বন্ধ। সেলিব্রিটিদের এর ফলে আর্থিকভাবে কোনো ক্ষতি না হলেও টেকনিশিয়ান ও জুনিয়র আর্টিস্টদের অনেকেই আর্থিক সমস্যায় ভুগবেন। তাঁদের সাহায্যে এগিয়ে এলেন রজনীকান্ত।

ফিল্ম এমপ্লোয়িস ফেডারেশন অব সাউথ ইন্ডিয়াকে ৫০ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন তিনি।

আর্থিক সাহায্য না করেও সাহায্যদাতাদের তালিকায় নাম লেখালেন হৃতিক রোশন। করোনা মোকাবিলায় মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীদের ২০ লাখ এন৯৫ ও এফএফপি৩ মাস্ক কিনে দিয়েছেন হৃতিক রোশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads