• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ভারত

পশ্চিমবঙ্গে পাথর খাদানে বিস্ফোরণ নিহত ১৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ মে ২০১৮

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাথর খাদানে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ঝাড়খণ্ডের শিকারিপুর থানার সীমান্তবর্তী এলাকার গোসাইপাহাড়ি পাথর খাদানে এ বিস্ফোরণ হয়। খবর আনন্দবাজার পত্রিকা।

বিস্ফোরণের ফলে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বীরভূমের এই পাথর খাদানে প্রচুর মানুষ কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও সকালে তারা খাদানে কাজ করতে যান। সেখানে গিয়ে দেখেন মাটির নিচে রক্তাক্ত ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছেন কয়েকজন। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ শনাক্ত করা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মাটির নিচে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল। মেশিন দিয়ে মাটি সরানোর সময় সেগুলো ফেটে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিন বেঞ্চ বীরভূমের সব পাথর খাদান বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে এই খাদানগুলো রমরমা ব্যবসা করে যাচ্ছিল। এসব খনি থেকে প্রতিদিন বৈধ-অবৈধভাবে হাজার হাজার টন পাথর উত্তোলন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads