• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পাকিস্তানে বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহত : ভারত

সংগৃহীত ছবি

ভারত

পাকিস্তানে বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহত : ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বালাকোটে ভারতের বিমানবাহিনীর হামলায় ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। আজ মঙ্গলবার ভোরে পাকিস্তানের জয়েশ-ই-মোহাম্মদের একাধিক স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়।

আজ মঙ্গলবার ভারতের সরকারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ ভোররাত সাড়ে  ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জঙ্গি আস্তানায় ওই হামলা চালায়।

এদিকে ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণরেখা অতিক্রমের কথা স্বীকার করলেও হামলায় হতাহতের কথা স্বীকার করেনি পাকিস্তান।

পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর বলেন, ভারতীয় বিমান কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত মুজাফরাবাদ সেক্টরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তাদের বিমানবাহিনী ভারতীয় বিমানগুলোকে তাড়া করে।

ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল তা পকিস্তান নিয়ন্ত্রিত বালাকোটের কাছে পড়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল গফুর। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads