• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লকডাউন অমান্য মানে জীবন নিয়ে খেলা : নরেন্দ্র মোদী

সংগৃহীত ছবি

ভারত

লকডাউন অমান্য মানে জীবন নিয়ে খেলা : নরেন্দ্র মোদী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২০

লকডাউন অমান্য করা মানে জীবন নিয়ে খেলা; বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মাসের শেষ রোববার নিয়মিত রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'এ দেশবাসীকে ঘরে থাকার বার্তা দিয়ে এমন কথাই বললেন তিনি। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই বলে দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে তিন সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে। 

এদিকে পরিকল্পনা ছাড়া হঠাৎ লকডাউন ঘোষণা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন মোদী। সাধারণ মানুষও অনেকে অসুবিধার মধ্যে পড়েছেন। সেই সব সমস্যার জন্য প্রথমেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন মোদী।  তবে একই সঙ্গে কেন লকডাউন প্রয়োজন, সেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, 'রোগের নিয়মই হল শুরুতেই প্রতিরোধ করা। সেই কারণেই লকডাউন ঘোষণা হয়েছে। সবাই সেটা মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।'

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে, যরা হোম কোয়রান্টিনে আছেন, তাদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'এই ধরনের কিছু অভিযোগ শুনেছি। কিন্তু এটা বুঝতে হবে, স্বেচ্ছা কোয়রান্টিনে থাকা পরিবারের সদস্যরা দায়িত্বশীল। তারা আক্রান্ত নন, কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকাতেই তারা ঘরবন্দি থাকছেন। তাদের সাহায্য করুন।'

লকডাউনের প্রভাবে গৃহহীন, ভিক্ষুক,ভবঘুরে ও নিম্ন আয়ের মানুষদের খাদ্যসঙ্কট দেখা দিয়েছে আর তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, , 'আপনার আশপাশে কেউ অভুক্ত থাকলে, তাকে যতটা সম্ভব সাহায্য করুন। তাদের পারলে খেতে দিন।' 

প্রতি মাসের শেষ রোববার এই রেডিও অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী। সারা দেশের মানুষের প্রতি বার্তা দেন। কিন্তু এ বার পরিস্থিতি অনেক আলাদা। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে মোদীর এ বারের মন কি বাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads