• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভারতের কাশ্মীরে সংঘর্ষ, ১ সেনাসহ নিহত ১০

সংগৃহীত ছবি

ভারত

ভারতের কাশ্মীরে সংঘর্ষ, ১ সেনাসহ নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৯ গেরিলা ও ১ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর ২ জওয়ান আহত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দুটি পৃথক সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাটপুরা এলাকায় সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়।

সেনাবাহিনী সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের লুকিয়ে থেকার খবর পেয়ে শুক্রবার মাঝরাতে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতির কথা জানতে পেরে গেরিলারা এসময় জঙ্গলের আড়াল থেকে আচমকা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে জবাব দেয় সেনাবাহিনী। উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শেষে ৪ গেরিলা নিহত হয়।

অন্যদিকে, সেনাবাহিনী আজ উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে সীমান্ত পেরিয়ে গেরিলাদের ভারতে প্রবেশের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে। খারাপ আবহাওয়ার সুযোগে নিয়ন্ত্রণরেখা দিয়ে পাঁচ গেরিলা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনী এক বিশেষ অভিযানে ওই প্রচেষ্টাকে রুখে দিয়েছে।

এসময় উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে পাঁচ গেরিলা নিহত হয়। ওই অভিযানে সেনাবাহিনীর এক সেনা সদস্য নিহত ও অন্য দুই সেনা জওয়ান গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া ৫ সন্ত্রাসী ও ১ সেনা সদস্য নিহত হওয়াসহ দুই জওয়ান গুরুতর আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

ভারী তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে আহত সেনাদের হাসপাতালে আনতে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর অভিযান চলছে।

সূত্র : পার্সটুডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads