• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভারতে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৭২৬৫

সংগৃহীত ছবি

ভারত

ভারতে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৭২৬৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৫৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ।

এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ২৬৫ জন। খবর এনডিটিভির। এদিকে ২০ এপ্রিল থেকে বিশেষ কয়েকটি ক্ষেত্রকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে কেন্দ্র অনুমোদিত ক্ষেত্র ছাড়া অন্য কিছু লকডাউনের আওতার বাইরে রাখা যাবে না বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এমন রাজ্যগুলো চাইলে কড়াকড়ি আরও বাড়াতে পারে বলেও জানানো হয়েছে।

আলাদা করে সতর্ক করা হয়েছে কেরালাকে। সোমবার থেকে সে রাজ্যের কোনও কোনও অঞ্চলে বইয়ের দোকান, রেস্তোরাঁ এবং সেলুন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেরালা সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এটি কোনোভাবেই করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads