• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভারতে করোনা আক্রান্ত ৫৬ হাজার, মৃত্যু ১ হাজার ৯শ’র কাছে

সংগৃহীত ছবি

ভারত

ভারতে করোনা আক্রান্ত ৫৬ হাজার, মৃত্যু ১ হাজার ৯শ’র কাছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০২০

লকডাউনে ভালভাবে থাকলেও ভারতে লাগাতার বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যা ইতিমধ্যে ৫৬ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ১ হাজার ৯শ’র কাছাকাছি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৫৬ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১০৩ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৮৬ জনে ঠেকেছে।

তবে আশার কথা আশঙ্কাজনকহারে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে চিকিৎসা সহায়তায় বাড়ছে সুস্থ হওয়ার হারও। দেশটিতে বর্তমানে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে হয়েছে ২৯ দশমিক ৩৫ শতাংশ। গত একদিনে ১ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে গোটা দেশে এ পর্যন্ত সুস্থ ১৬ হাজার ৫৪০ জন।

এদিকে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে নতুন করে আরও ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেজরিওয়ালের রাজত্বে একদিনের মধ্যে এই প্রথম একসঙ্গে এতজন সংক্রমিত হলেন। ফলে, দিল্লিতে আক্রান্ত বেড়ে ৫ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন এখন পর্যন্ত ৬৬ জন।

তবে আক্রান্ত ও প্রাণহানিতে সবার শীর্ষে মহারাষ্ট্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads