• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ভারত

সব রেকর্ড ভেঙ্গে ভারতে একদিনে ১ লাখ ৫২ হাজার আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে একদিনেই ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে দেশটিতে এটাই কোভিড আক্রান্তের সবচেয়ে বড় পরিসংখ্যান।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটিতে শনিবার (১০ এপ্রিল) একদিনে এক লাখ ৫২ হাজার ৮৯৭ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া নতুন শনাক্তের হার আগের দিনের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে নতুন করে আরও ৮৩৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জনে। প্রায় সাড়ে ৬ মাস পরে ভারতে সক্রিয় করোনা রোগী ১০ লাখের ঘরে পৌঁছেছে। আক্রান্ত রোগীদের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তর প্রদেশ ও কেরালা এই পাঁচ রাজ্যে রয়েছেন ৭২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ভারতে টানা পাঁচ দিন এক লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগজনকভাবে বাড়তে থাকা এই ভাইরাস প্রতিরোধে অনেক রাষ্ট্র রাত্রীকালীন কারফিউ জারি করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads