• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে অগ্নিকাণ্ডে চানাচুর ফ্যাক্টরীর ১০ লক্ষ টাকার ক্ষতি

আগুনে ক্ষতিগ্রস্থ চানাচুর ফ্যাক্টরী

প্রতিনিধির পাঠানো ছবি

শিল্প

গোয়ালন্দে অগ্নিকাণ্ডে চানাচুর ফ্যাক্টরীর ১০ লক্ষ টাকার ক্ষতি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিকাণ্ডে একটি চানাচুর ফ্যাক্টরীতে পুড়ে গেছে। এতে ওই ফ্যাক্টরীর ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি এলাকার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।

বুধবার সরেজমিন জানা যায়, “মামা ভাগ্নে” নামে ওই ফ্যাক্টরীর মালিক ও শ্রমিকরা দৈনন্দিন কার্যক্রম শেষ করে মঙ্গলবার রাত ৯টার দিকে ফ্যাক্টরীটি বন্ধ করে চলে যায়। রাত ১১টার দিকে বাজারের অন্য দোকানের কর্মচারীরা ওই ফ্যাক্টরীতে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায় তারা গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনের লেলিহান শিখায় ওই চানাচুর ফ্যাক্টরীর মেশিন পত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, ফ্যাক্টরীর ভিতরে থাকা তেল ও তৈলজাত পন্য এবং প্যাকিংয়ের কাজে ব্যবহৃত পলিথিনের কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরীতে বাহির থেকে দরজায় তালাবদ্ধ থাকায় কোন কিছু বের করা সম্ভব হয়নি। যার কারনে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে।

ফ্যাক্টরী মালিক নুরুল ইসলাম ও কুদরত আলী জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন আমরা শ্রমিকদের বিদায় করে দিয়ে রাত ৯টার দিকে বাড়ী চলে যাই। হঠাৎ বাজার থেকে ফোন পেয়ে ছুটে এসে দেখি আগুনে আমাদের সব শেষ করে দিয়েছে। তবে কি কারনের আগুন লেগেছে তারা তা বলতে পারেননি। এ সময় তারা কান্না জড়িত কন্ঠে বলেন, কোন রকমে বেঁচে থাকার আশায় আমরা তিনজন মিলে মাত্র বছর খানেক আগে ফ্যাক্টরীটি চালু করেছিলাম। আজ কি কারনে কি হলো কিছুই বুঝতে পারছি না। আগুনে তাদের ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা জানান।

এ ব্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আঃ রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। এ সময় তিনি নিশ্চিত করে বলেন, ওই চানাচুর ফ্যাক্টরীর চুল্লির আগুন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads