• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চীনে বন্ধ পাবজি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

চীনে বন্ধ পাবজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ মে ২০১৯

চীনে প্লেয়ারস আননোন ব্যাটেলগ্রাউন্ড (পাবজি) গেমটি বন্ধ করে দিয়েছে গেমটির পাবলিশার টেনসেন্ট। গেমটির প্যারেন্ট কোম্পানি টেনসেন্ট চীন সরকারের কাছ থেকে গেমটির ইন অ্যাপ পারচেজের অনুমতি পায়নি। সরকারি বিধিনিষেধ থেকে বাঁচার জন্য গেম ফর পিস নামের দেশপ্রেমভিত্তিক একটি গেম আনছে প্রতিষ্ঠানটি।

ট্যাকটিকাল শুটিং গেমটি তৈরি করা হয়েছে এয়ারফোর্স সদস্যদের নিয়ে, যারা দেশের আকাশ নিরাপদ রাখতে সদা সতর্ক থাকে। গেমটিতে রক্তপাত দেখানো হয়নি। এতে নেভি সদস্যরা মারা যাওয়ার আগে হাত নেড়ে বিদায় জানাবেন।

গেম বিশেষজ্ঞ চুই চেনিয়ুর মতে, পাবজির আর এলিট ফোর্স ফর পিস গেমটি একই ধরনের। গেমপ্লে, ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক ডিজাইন, চরিত্র সবই প্রায় এক। যারা পাবজি খেলছিলেন তাদের অর্জন গেম ফর পিসে স্থানান্তরিত করা হবে। চীনে মোবাইলে পাবজি খেলতে প্রতিদিন গেমটিতে প্রবেশ করতেন ৭০ মিলিয়ন গেমার।

পাবজি গেম বাজারে আসে গত বছরের মার্চে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গেম থেকে টেনসেন্ট গত বছর আয় করেছিল প্রায় ১৪৮ কোটি ডলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads