• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
ডাক্তারদের ঝুঁকি কমাতে ডিজিটাল স্টেথোস্কোপ!

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

করোনা ভাইরাস প্রাদুর্ভাব

ডাক্তারদের ঝুঁকি কমাতে ডিজিটাল স্টেথোস্কোপ!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

দূর থেকেই শোনা যাবে করোনা পজিটিভ রোগীর হৃদস্পন্দন। কাছে যাওয়ার প্রয়োজন হবে না ডাক্তারদের। ডাক্তারদের সুরক্ষিত রাখতে এমনই ডিজিটাল স্টেথোস্কোপ বানিয়েছে বম্বে আইআইটি।

প্রযুক্তিগত দিক থেকে করোনার সঙ্গে মোকাবেলা করতে এগিয়ে এসেছে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজ-ইউনিভার্সিটি। সংক্রমণ রোধ করতে বিভিন্ন কৌশল তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। সাধারণত ডাক্তারদের রোগীর কাছে গিয়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর হৃদস্পন্দন ও শ্বাসের সমস্যা হচ্ছে কিনা সেটা দেখে থাকেন। এতে ডাক্তারদের ঝুঁকি থেকে যায়।

স্মার্ট স্টেথোস্কোপের নাম আয়ুশঙ্ক। এর মারফত ডাক্তারদের রোগীর কাছে যেতে হবে না। দূর থেকেই পরীক্ষা করতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে মোবাইল ও ল্যাপটপের। ব্লু টুথের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন ধরা পড়বে স্টেথোস্কোপে। স্টোথোস্কোপ থাকবে রোগীর কাছে সেই ডেটা পৌছে যাবে ডিভাইসে। এরজন্য স্টোথোস্কোপে লাগানো থাকবে একটি ডিভাইস।

উল্লেখ্য, আয়ুশঙ্ক অন্যান্য স্টেথোস্কপের মতই একই রুপোর্ট দিচ্ছে। সাধারণ স্টেথোস্কোপের থেকে কোনো হেরফের হয়নি। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতাল স্টেথোস্কোপ চেয়ে পাঠিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads