• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

রহমত আলী

আইন-আদালত

রংপুরে খাদেম হত্যায় ৭ জনকে মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৮

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার দায়ে সাত জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত অন্য ছয় আসামিকে খালাস দিয়েছেন।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার রোববার এ মামলার রায় ঘোষণা করেন।

এ মামলার ১৩ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নব্য  জেএমবির আঞ্চলিক কমান্ডার রংপুরের পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), একই এলাকার জেএমবি সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়ার চরের সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), দিনাজপুরের বিরামপুরের সরোয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩৩), বিজয় ওরফে আলী ওরফে দর্জি (৩০) ও রংপুরের পীরগাছার পলাতক জেএমবি সদস চাঁন্দু মিয়া (২০)।  

এছাড়া অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (২৬), গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), আবু সাঈদ (৩০), বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫) এবং বগুড়ার শাজাহানপুরের পলাতক রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধনকে (২৫) বিচারক খালাস দিয়েছেন।

এ মামলার মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মাসুদ রানা, ইছাহাক, লিটন মিয়া ও সাখাওয়াতকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলাতেও গতবছর ফাঁসির রায় দিয়েছে রংপুরের আদালত।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে বাড়ি ফেরার সময়  মাজার  খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ মামলায় ১৫ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর ২০১৭ সালের ১৬ অগাস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন বিচারক নরেশ চন্দ্র সরকার। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads