• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডেসটিনি বিলোপের রুল স্থগিত

ডেসটিনি বিলোপের রুল স্থগিত

সংরক্ষিত ছবি

আইন-আদালত

ডেসটিনি বিলোপের রুল স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

কার্যক্রম বন্ধ থাকা ডেসটিনি-২০০০ লিমিটেড বিলোপ বা অবসায়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে জারি করা হাইকোর্টের রুলের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল (আপিলের অনুমতি) করতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ডেসটিনির করা আবেদনে গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পক্ষে ছিলেন এ কে এম বদরুদ্দোজা। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ১৫ মে ডেসটিনির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লে. জে (অব.) এম হারুন-অর-রশিদ ও পাঁচ অংশীদার কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে বিলম্ব মার্জনার আবেদন জানালে তার বিরোধিতা করে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক। উভয়পক্ষের আলোচনা শুনে আদালত ডেসটিনি অবসায়নের রুল জারি করেন। 

কোম্পানি আইন ১৯৯৪-এর ২৩৪(১) ধারা অনুযায়ী কোনো কোম্পানির কার্যক্রম অবসায়ন বা বিলোপ করা যায়।

ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ২০১২ সাল থেকে কারাগারে আছেন। তাদের দুজনকে নিয়ে সাত সদস্যের পরিচালনা বোর্ড রয়েছে। এর মধ্যে পাঁচজন এজিএম অনুষ্ঠানে বিলম্ব মার্জনার আবেদন করলেন। এর মধ্যে হারুন-অর-রশিদ ছাড়া বাকি চারজন পলাতক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads