• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই

সংগৃহীত ছবি

আইন-আদালত

শেয়ার কেলেঙ্কারি

আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল শেয়ার কেলেঙ্কারির জন্য দায়ের করা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলাটির অভিযোগ (চার্জ) গঠন শেষে এ পরোয়ানা জারির আদেশ দেন। ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ এ আদেশ দেন। 

এ মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মাসুদ রানা বাংলাদেশের খবরকে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার চার্জ গঠন হলেও আসামি আজিজ মোহাম্মদ ভাই ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল উপস্থিতির জন্য সময়ের আবেদন করেন। তবে ট্রাইবুন্যাল তা নাকচ করে ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এর আগে গত ৭ আগস্ট মামলাটির চার্জ গঠনের জন্য পূর্বনির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৯ আগস্ট করা হয়েছিল। ওই দিন বাদী ও বিবাদী উভয়পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন এবং ২৯ আগস্ট অভিযোগ গঠনের দিন ধার্য করেন। মামলাটির পরবর্তী বিচার কাজের জন্য ট্রাইব্যুনাল আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন মামলাটির বাদী এবং বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এমএ রশীদ খান সাক্ষ্য দেবেন।

এর আগে গত ২৪ জুলাই ট্রাইব্যুনালে উচ্চ-আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিলের মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হয়। ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ১৯৯৯ সালে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক এমএ রশীদ খান। এতে আসামি করা হয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এর উদ্যোক্তা আজিজ মোহাম্মদ ভাই ও তৎকালীন পরিচালক মোহাম্মদ ভাইকে। মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জুলাই মারা গেছেন।

উচ্চ আদালতের আদেশে মামলাটি দীর্ঘদিন স্থগিত ছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিলের মাধ্যমে পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ পুনরায় শুরু হয়েছে। মামলাটি ২০১৫ সালে এই ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। কিন্তু উচ্চ-আদালতের নির্দেশে ২০১৩ সাল থেকে মামলাটির বিচারকাজ স্থগিত ছিল। গত বছরের ৩০ নভেম্বর উচ্চ আদালত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার কেলেঙ্কারি মামলায় স্থগিতাদেশ বাতিল করে। বিচারক এম এনায়েতুর রহিম ও শহিদুল করিমের দ্বৈত বেঞ্চ এই বাতিলের আদেশ দেন।

গত ২৪ জুলাই আসামি পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন ট্রাইব্যুনালে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিল করেন। একই সঙ্গে মোহাম্মদ ভাইয়ের মৃত্যুর সনদ দাখিল করেন। এর আলোকে মোহাম্মদ ভাইয়ের মৃত্যুর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলাটির চার্জ গঠনের জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক। গতকাল মোহাম্মদ ভাইয়ের মৃত্যুর সত্যতা রয়েছে বলে ট্রাইব্যুনালকে অবহিত করে সংশ্লিষ্ট পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads