• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের আপিল 

সংগৃহীত ছবি

আইন-আদালত

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের আপিল 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিলের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মামলাটির রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।  তিনি জানান, তারা (ঢাবি কর্তৃপক্ষ) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

গত ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।

ডাকসু নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ২০১২ সালের ২১ মার্চ রিট আবেদনটি করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ২৫ শিক্ষার্থী। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ এপ্রিল হাইকোর্ট রুল দিয়েছিলেন।

তবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হওয়ায় ঢাবি উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টরকে আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। এরপর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে একটি মামলা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads