• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল ও রায়ের আদেশের তারিখ নির্ধারণের বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর। একই দিন দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণসহ ৩টি আবেদনের বিষয়ে আদেশ ঘোষণা করবেন আদালত।

সকালে পুরোনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এই আদেশের বিষয়ে তারিখ নির্ধারণ করা হয়।

রোববার মামলার আসামি মনিরুল ইসলামের জামিনের বিষয়েও আদেশ দেয়া হবে। সকালে খালেদা জিয়ার জামিন বাতিল ও রায় ঘোষণার তারিখ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে, খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads