• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

বিএসএমএমইউ হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে এবং তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও কারাগার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের নিষ্পত্তি করে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ রিট আবেদনের নিস্পত্তি করে আজ সোমবার এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ১৩ নভেম্বর এ রিট আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি শেষে ১৫ নভেম্বর আদেশের দিন ধার্য করা হয়। ওইদিন আদেশ না দিয়ে ১৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত। গতকাল আবার এক দিন পেছানো হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১১ নভেম্বর খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। এতে বলা হয়, বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে কারাগারে পাঠিয়ে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads