• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রোগীর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

হাইকোর্ট

সংরক্ষিত ছবি

আইন-আদালত

রোগীর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ভুল চিকিৎসায় কিডনি অপসারণে মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

চিকিৎসায় চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের মা রওশন আরার সুস্থ কিডনি অপসারণের ফলে মারা যাওয়ার ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যসহ আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। অস্ত্রোপচার করতে গিয়ে কিডনি কেটে ফেলায় রওশন আরার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আইনজীবী এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘রুলে রওশন আরার দুটি কিডনি অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন বিএসএমএমইউ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দুই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃপক্ষকে ওই দুই চিকিৎসকের সনদ বাতিল করে তাদের চিকিৎসা পেশা থেকে অব্যাহতির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।’

চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার অস্ত্রোপচারের পর তার ভালো কিডনিটিও উধাও হওয়ার ঘটনা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি ও মেডিকেল বোর্ড গঠন করেছে। রফিক শিকদার গণমাধ্যমকে বলেন, মেডিকেল বোর্ড সঠিক তদন্ত না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৫ সেপ্টেম্বর রওশন আরার একটি কিডনির অস্ত্রোপচার করার সময় সুস্থ থাকা অন্য কিনডিটিও ফেলে দেন বিএসএমএমইউর চিকিৎসক হাবিবুর রহমান দুলাল। তিনি ইউরোলজি বিভাগের অধ্যাপক। চিকিৎসক হাবিবুর রহমান লিখিতভাবে অপরাধ স্বীকার করে তাদের সঙ্গে চুক্তি করেন যে, নিজ খরচে তিনি কিডনি প্রতিস্থাপন করে দেবেন। কিন্তু তিনি কালক্ষেপণ করেন। পরে গত ৩১ অক্টোবর রাতে রওশন আরা মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads